ads

কুরআন নিয়ে হৃদয় তোলপাড় করা নাশিদ! নতুন ইসলামী গান | Abu Rayhan | Alokito Geani | Husain Adnan


কুরআন নিয়ে হৃদয় তোলপাড় করা নাশিদ! নতুন ইসলামী গান | Abu Rayhan | Alokito Geani | Husain Adnan



কুরআন নিয়ে হৃদয় তোলপাড় করা নাশিদ! নতুন ইসলামী গান | Abu Rayhan | Alokito Geani | Husain Adnan



Singer: Abu Rayhan & Husain Adnan
#aburayhan_HusainAdnan
#QURAN
#Alokito_geani

নবী কারিম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। অধ্যায়নের মাধ্যমেই জ্ঞান অর্জিত হয়। আবু যার (রাঃ) তাঁর ঘাড়ের দিকে ইশারা করে বলেন, যদি তোমরা এখানে তরবারি ধর, এরপর আমি বুঝতে পারি যে, তোমরা আমার ওপর সে তরবারী চালাবার আগে আমি একটু কথা বলতে পারব, তবে আমি যা নবী কারিম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে শুনেছি, অবশ্যই তা বলে ফেলব। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীঃ উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তির কাছে (আমার বানী) পৌঁছে দেয়। ইব্‌নু আব্বাস (রাঃ) বলেন, كُونُوا رَبَّانِيِّينَ (তোমরা রব্বানি হও)। এখানে رَبَّانِيِّينَ মানে প্রজ্ঞাবান, আলিম ও ফকীহগণ। আরো বলা হয় رباني সে ব্যক্তি কে বলা হয় যিনি মানুষকে জ্ঞানের বড় বড় বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয় শিক্ষা দিয়ে গড়ে তোলেন।



Post a Comment

0 Comments