রোজাদারের মধ্যে ৬ টি গুণ বাধ্যতামূলক থাকতে হবে || মাহে রমজানের ৬ টি গুণ || Hafizur Rahman Siddiki
রমজানের ৬টি গুন
হে মুমিন গন তোমরা রমজান মাস পেয়ে কি করছ?
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন
আদম সন্তানের প্রতিটি নেক কাজের জন্য ১০ থেকে ৭শ গুণ পর্যন্ত সওয়াব নির্ধারিত রয়েছে। কিন্তু মহান আল্লাহ বলেন, রোজা এর ব্যতিক্রম। সে একমাত্র আমার জন্যই রোজা রেখেছে এবং আমিই নিজ হাতে এর পুরষ্কার দেবো। সে আমার জন্যই যৌন-বাসনা ও খানা-পিনা ত্যাগ করেছে। রোজাদারের রয়েছে দুইটা আনন্দ। একটা হচ্ছে ইফতারের সময় এবং অন্যটি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশক-আম্বরের সুঘ্রাণের চাইতেও উত্তম। (মুসলিম: ১১৫১)
আবু উমামা বাহেলি রাযি. বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি,একদা আমি ঘুমিয়ে ছিলাম, সহসা দু’জন লোক এসে আমার বাহু ধরে আমাকেসহ তারা এক দুর্গম পাহাড়ে আগমন করল। তারা আমাকে বলল, আরোহণ কর। আমি বললাম, আমি আরোহণ করতে পারি না। তারা বলল, আমরা তোমাকে সাহায্য করব। আমি ওপরে আরোহণ করলাম। যখন পাহাড়ের চূড়ায় পৌঁছলাম, বিভিন্ন বিকট শব্দের সম্মুখীন হলাম। আমি বললাম, এ আওয়াজ কিসের? তারা বলল, এগুলো জাহান্নামীদের ঘেউ ঘেউ আর্তনাদ। অতঃপর তারা আমাকে নিয়ে রওনা করল, আমি এমন লোকদের সম্মুখীন হলাম, যাদেরকে হাঁটুতে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের চোয়াল ক্ষতবিক্ষত, অবিরত রক্ত ঝরছে। রাসূলুল্লাহ ﷺ বললেন, আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে সেসব লোক, যারা রোজা পূর্ণ হওয়ার আগে ভেঙ্গে ফেলত। (নাসায়ি ফিল কুবরা: ৩২৮৬, তাবরানি ফিল কাবির: ৭৬৬৭)
ﷺনবী
যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। (বুখারি: ১৮০৪)
বে-নামাযীর রোজা, হজ্জ ইত্যাদি কোনো আমলই কবুল হয় না রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
যে ব্যক্তি আসরের নামায ত্যাগ করে তার আমল নিষ্ফল হয়ে যায়।(বুখারি: ৫২০)
রোযার নিয়ত করা ফরয। নিয়ত অর্থ সংকল্প। যেমন মনে মনে এ সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালের রোযা রাখছি। মুখে বলা জরুরি নয়। হাদীস শরীফে আছে,সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। (বুখারি: ১/২)
আল্লাহ তাআলা বলেছেন, রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। (সূরা বাকারা: ১৮৩) আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল প্রকার নাফরমানী কাজ থেকে দূরে থাকার নামই তাকওয়া।
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন,
রোজা ঢাল, সুতরাং তোমাদের কেউ রোজা অবস্থায় হলে সে যেন অশ্লীলতা ও মুর্খতা পরিহার করে, যদি কেউ তাকে গালি দেয়, সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। (বুখারি: ১৭৯৫ মুসলিম: ১১৫১)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন
সাহরি বরকতময় খানা, তোমরা তা ত্যাগ কর না, যদিও তোমাদের কেউ একঢোক পানি গলাধঃকরণ করে, কারণ আল্লাহ সেহির ভক্ষণকারীদের ওপর রহমত প্রেরণ করেন ও ফেরেশতাগণ তাদের জন্য ইস্তেগফার করেন। (আহমদ: ৩/১২, জামে সগির: ৪৮০১)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
লোকেরা কল্যাণে অবস্থান করবে, যাবত তারা দ্রুত ইফতার করবে। তোমরা দ্রুত ইফতার কর, কারণ ইহুদিরা বিলম্ব করে। (সুনানে ইব্ন মাজাহ: ১৬৯৮)
আলোচক...
খতীবুল উম্মাহ...
মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক কুয়াকাটা
প্রিন্সিপাল...
জামিয়া তা’লীমিয়া মাদ্রাসা, ঢাকা।
খতীব...
বায়তুল মামুর জামে মসজিদ, গুলশান ২, ঢাকা।
................. বয়ানটি রেকর্ড করেন.................
R S Media
আর এস মিডিয়া
আরশের মালিক,
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার দ্বীন প্রচারের সর্বোত্তম মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন
হে জমিনের মালিক,
আমি শত্রুদের শত্রুতা ও তাদের ক্ষতি সাধনের মোকাবেলায় তোমারে রাখছি এবংতাদের অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি।
দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই জয়ী হবেন।আখিরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই পরাজিত হবেন।
...হাসান আল-বাসরি।
অবশেষে বিনীত আরজ,
আমাদের ক্ষুদ্র দ্বীনি প্রচেষ্টায় আর এস মিডিয়ার সঙ্গেই থাকুন।
দয়া করে ভিডিওটি একবার হলেও শুনে দেখুন, না শুনলে বুঝবেন না আমার মন বলে অবস্যই আপনি কাঁদবেন।
আর এস মিডিয়ার নতুন একটি উপহার
................... একটি অনুরোধঃ-.................
আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের চ্যানেলটি পরিপূর্ণ হতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের কে উৎসাহিত করুন।
0 Comments